🍀🥀শুক তারা🥀🍀🍀
🥀🥀বেগম সেলিনা খাতুন🥀🥀
অন্ধকার রাত করেছে সুন্দর
একঝাঁক শুক তারা,
আমার আকাশের তুমি শুক তারা...........
তুমি ছাড়া আমি দিশাহারা।।
তুমি অঙ্গে দিয়েছো জড়িয়ে
তোমার নয়নের আলো,
আমার নয়ন আপনি ভিজে
থাকি কেমন করে ভালো,
তুমি বাসো কিনা ভালো আমাকে
আমি নই ভালো তোমাকে ছাড়া।।
ফুলের গন্ধ্যে মাতাল হওনা কেন ?
সকাল সন্ধ্যা বেলা,
ফুলযে তোমার গন্ধে মুগ্ধ থাকে
সারাদিন সারা বেলা,
তুমি বুঝো কিনা বুঝো আমাকে,
তুমি বিনে আমি ছন্দ হারা।।