জানিনা কখন তুমি আসবে ,
কখন তুমি বলবে।
তুমিই আমার পিপাসার জল,
তুমিই আমার তৃণদল।
জানিনা কেন মন বলে,
মনের ঘর খানি শূন্য।
জানিনা কেন মনে হয় তুমিই আমার অনন্য।
তোমায় কাছে পেলেই, বেড়ে যায় মনের চঞ্চলতা,
কেটে যায় মনের নির্জনতা।
তোমার পরশে আমি দুঃখ্য ভুলে যায়,
ধুলা উড়া পথে নিজের সুভাস ছড়াই,
করেছিলাম যখন তোমার সাথে কুশল বিনিময়
তখন পূব আকাশটা রাঙ্গিয়েছিল রক্তিম সূর্য়দয়।
যে ভালবাসা আমি তোমায় দিয়েছিলাম,
সেখানে ছিলনা স্পর্শ, ছিল আবেগ, ছিল হৃদয়ের খরতাপ।
তোমায় ভালবাসার প্রতিদানে দিয়েছিলাম, কাঁটা বিহীন ফুল, স্নিগ্ধ পরশ।
বুকের মধ্যে যখন নেমে আসে সন্ধাবেলা,
শুখনো নদীর তীর ধরে তোমায় খুঁজে বেড়ায় একলা।
উড়ন্ত মেঘের মতো ভেসে বেড়াতে চায় মনটা
আকাশটাকে ঠিকানা করে কাঁটাতে চাই জীবনটা।
আমাবশ্যার রাতে নিঝুম পরিবেশে
খোলা জানালার পাশে, বসে আকাশ দেখি।
আকাশের নীল দিয়ে তোমায় আঁকি
আজ তোমার আকাশে মেঘ করেছে
পূর্নিমার চাঁদও মেঘের কাছে হাড় মানেছে।
তোমায় নিয়ে যে স্বপ্ন দেখি, সে স্বপ্ন গুলো বেঁচে থাকবেনা কনোদিন।
তোমার স্মৃতিগুলো আঁকরে ধরে বেঁচে থাকব চিরদিন।
আমার মনের বাগান ভরিয়েছে জুঁই চামেলী বকুলে
ঝড়ে পড়া ফুল কুড়িয়েছি, শিশির ভেজা সকালে।