🌼শরতের শোভা🌼🌼
💮💮বেগম সেলিনা খাতুন💮💮
শরৎ এসেছে শুভ্র আকাশে,
দেখা দিয়েছে সাদা মেঘের ভেলা।
ভোরের শিশিরে ভেজা পুষ্পিত শিউলি তলা,
বিলের ঝিলের পদ্ম শাপলা,
নদী তীরের কাশফুল,
মনেতে দিচ্ছে দোলা।
সবুজ ধানের ক্ষেতে ঢেউ খেলে যায় উদাসী হাওয়া।
বিল ঝিলের পানিতে নক্ষত্রের মতো ফুটে থাকে
সাদা শাপলা।
শরতের আকাশে, বাতাসে, নদীতে, পুষ্প কাননে
স্নিগ্ধ নিরবতা।
নদীর নীল জলের আয়নায় দেখা যায়,
শুভ্র মেঘের ভেলা।
নদী তীরের কাশফুল হিমেল হাওয়ায়
দোল খায় সারা বেলা।
জল বিহীন দুধরঙ্গা মেঘেরা
নীল আকাশে ভেসে বেড়ায়
সকাল দুপুর সন্ধ্যা বেলা।
শিশির ভেজা ভোর, সোনা ঝরা সকালের রোদ্দুর,
রুপালী বিকেল, গোধূলির হিমহিম বাতাস,
পূর্ণিমার অথই জোছনায় শরৎ সাজিয়ে রেখেছে
ভালোবাসার পসরা।
শরতের জ্যোৎস্নার মোহিত রুপে মন হয় দিশাহারা।
শরৎ অলৌকিক সৌন্দর্যে প্রাত্যহিক জীবনের দুঃখ কষ্ট ভুলিয়ে দিতে এসেছে
অশ্রুজল ছাড়া ।
শরতের ঢেউহীন নদীতে ছোট ছোট ডিঙি নৌকায় জেলেরা মাছের নেশায় ভেসে বেড়ায়।
শিউলি, শেফালী, কামিনী বাড়ির আঙ্গিনায় সুরভি ছড়ায়।
খালে বিলে, ডোবা নালায় পদ্ম, শাপলা, শালুক
সৌন্দর্য বিলায়।
খোলা আকাশের নিচে পত্রঝড়া বৃক্ষ থাকে
নতুন পল্লবের আশায়।
শরৎ আসে জীবনের নিসঙ্গতা দূর করতে।
জীবনকে বেঁচে থাকার নেশা ধরাতে,
হৃদয়ের গহীনে লুক্কায়িত প্রেম জাগ্রত করতে।
বরষার অবসানে শরতের আগমনে
প্রকৃতির বুকে রঙের ছোঁয়া লাগে।