"" স্বর্গ সুখ ""
প্রেমের অনল জ্বলে ধুকেধুকে
যায়না চোখে দেখা
তারই মাঝে স্বর্গ সুখ
বীনে সু্ঁতে গাথা।

মান অভিমান হাসি কান্না
প্রেমের অপর নাম
পরাণ কাঁদে নিরবে
হাজার কোটি দাম।