🌿🌿🌹স্মৃতির খোঁজে 🌹🌿🌿
🏵🏵বেগম সেলিনা খাতুন 🏵🏵
মন হলো সাগরের মতো,
কখনো নীরব কখনো অস্থির।
কখনো আগামী নিয়ে ভাবনা,
কখনো পুরনো স্মৃতি নিয়ে পিছনে ফিরে যাওয়া।
মধুর স্মৃতি গুলো কখনো দেয় আনন্দ ,
কখনো করে স্তব্ধ ।
অশ্রুসজল চোখ দুটি খুঁজে বেড়ায় সুখ দুঃখ আনন্দ।
যখন হিসেব নিয়ে বসি, দেখি কত যুগ পার হয়েছে জীবনের ।
কিন্তু মন বলে এই তো সেদিনের কথা।
ভোর বেলা ফসলী জমির আল পথ ধরে আমায় নিয়ে কত ঘুরে বেড়াতে।
ঘাসফুল তুলে খোঁপায় গুজে দিতে দিতে বলতে,
হোক ঘাসফুল,তোমার সৌন্দর্য্য বাড়াতে করেনি ভুল।
আমি হাসতে হাসতে লুটোপুটি খেতাম,
আমাকে আলগিয়ে ধরে বলতে,
তোমার হাসিটা এতো সুন্দর কেন?
তোমার কথার কোনো উত্তর না দিয়ে দৌড়ে গিয়ে ঝাপটা ধরে বলতাম, তুমি আমায় এতো ভালোবাসো কেন?
কখনো তো আমায় ছেড়ে যাবে না চলে?
তুমি মাথায় হাত বুলিয়ে বলতে ধূর পাগলী
তাই কখনো হয় নাকি!
তোমার জন্য আমার জীবনটা দিয়ে দিতেও রাজি।
তোমার মুখে হাত চাপা দিয়ে বলতাম
এমন অসুভ কথা আর যেন না শুনি ।
কেন? ভয় পেয়েছো? ভয় পেওনা, তুমি ছাড়া
এ হৃদয়ের আসনের ভাগীদার ,আর কনোদিন, কেউ হবে না।
মনে পরে সেই কথা!
এখন আমি অপলক তাকিয়ে থাকি,
দূর আকাশ পানে,তাঁরাদের ভীরে।
ভেসে বেড়াই পুরাতন স্মৃতির সাগরে।
যে কৃষ্ণচূড়ার ছায়ায়,
বাদাম ওয়ালার অপেক্ষায়,
থাকতাম বসে আমরা দু’জনে।
সে গাছটি এখনো আছে পৃথিবীর বুকে।
নাই শুধু তুমি, চলে গেছো বহুদূরে,
আমায় ফেলে সেই সুদূর পরপারে।
তুমি ভালো থেকো, আমার অপেক্ষা নিয়ে।
আমিও আসবো তোমারই কাছে, খোদার হুকুম হলে।