🌿🌿🍁শেফালিকা🍁🌿🌿
🌷🌷বেগম সেলিনা খাতুন🌷🌷

তোমার নাম রেখেছি শেফালিকা........
তোমার গন্ধ নিতে আসে ,
লাল নীল প্রজাপতিরা.......
তোমার উচ্ছলতা সারা পাড়াময়,
হাজার ফুলের সৌরভ তোমার কাছে পায়।

তোমার নূপুরের শব্দে হই পুলকিত,
তোমার চোখের জলে হই ভারাক্রান্ত।
তোমার জীবন অশ্রুর বরষায় প্লাবিত হোক
এটা আমার কাম্য নয়।
তোমার জীবন এগিয়ে যাক স্বপ্নের ভেলায়........

তোমার জীবন মরুভূমির মতো দগ্ধ যেন না হয়,
তোমার হাসিতে যেন ঝরনা বয়ে যায়,
রাঙ্গা প্রভাত আসুক তোমার জীবনে বারবার......
পাখির কলকাকলিতে মুখরিত হোক সোনালী সকাল।

তোমার অপেক্ষা হোক সিগ্ধ হাওয়ার........
অপেক্ষা হোক সত্যিকারের ভালোবাসার।
অপেক্ষা হোক অনন্ত প্রেমের জন্য,
আমার প্রেম রেখেছি শুধু তোমারই জন্য,
হাজার ফুলের সৌরভে ভরা,তুমি যে অনন্য ।