""" শীতের সরিষা ফুল """
=================
ভোরেছ সকাল আলোয় আলোয়
ভিজেছে মেঠো পথ শিশিরে,
দুই ধারে অজানা ফুলের গন্ধে
মনের বাগান দিয়েছে ভরে ।
দিগন্ত জোড়া ফসলের মাঠ
পাতায় পাতায় শিশির বিন্দু
যেন হাজার হাজার মুক্ত কনা দুলছে ।
পূব আকাশটা রঙিন করে
ভোরের সূর্য উঠছে,
পথের দু'ধারে সারি সারি
খেজুর রসের ঠিলা নামছে ।
সূর্যের আলোয় সরষে ফুল
তার মিষ্টি ঝাঁঝালে গন্ধে
আমাকে মগ্ধ করেছে,
হলুদ পাপরির স্নিগ্ধ পরশে ।