"স্বাধীনতা"
স্বাধীনতা তুমি আসবে বলে
সারা রাত রয়েছি জেগে
২৬শে র্মাচ এর অপেক্ষায়.পারিনি ঘুমাতে ।
স্বাধীনতা তুমি আসবে বলে
পূব আকাশের লাল সূর্য
আলোর রশ্মি ছড়িয়ে দিবে
স্বাধীন প্রভাতের পর্ব ।
স্বাধীনতা তুমি আসবে বলে
ভোরের পাখিরা গাইবে গান,
মসজিদের আযানের ধ্বনিতে
জেগে উঠবে মুমিন মুসলমান ।
স্বাধীনতা তুমি আসবে বলে
জেগে উঠেছে নদীর চর ,
পাকা ফসলের গন্ধে মেতে উঠেছে
চাষী ভাইদের প্রাণের স্বর ।
স্বাধীনতা তুমি আসবে বলে
মায়ের মুখের হাসি,বোনের মনের চঞ্চলতা,
ভাইয়ের হাতে,লাল সবুজ পতাকা,
আনন্দের বাতাসে,উড়ছে বাংলার স্বাধীনতা ।
বেগম সেলিনা খাতুন
২৫শে মাচ' ২০১৭,