"" শৈশব ""
বেগম সেলিনা খাতুন
২১/০১/২০২০
স্কুল পালিয়ে টঙের দোকানে বসে
খেয়েছি কত চা কত ফুচকা।
একই আড্ডায় গেয়েছি কত গান, কত কবিতা।
সেই জমানো আড্ডায় আমরা ছিলাম কজন,
তুই ছাড়া কেউ তো হলোনা আমার সুজন।
কাপ থেকে ঢেলে ঢেলে, খেতাম যখন চা,
কতনা বকেছিস ,হাসতে হাসতে লুটোপুটি খেয়েছিস,
কিছুই জানিনা বলে দিয়েছিস কত ভর্ৎসনা।
তুই তো ছিলি আদরের নরম কাঁদা মাটি,
এক কাপ চা খেতে, শুকিয়ে যেতো রুপালী নদী।
তুই কখনো বুঝিস নাই, এই সোনালী দিন গুলোর মর্ম।
তোকে বার বার বুঝিয়েছি, হয়েছি তোর হাতে খর্ব।
সময়ের দাবীতে হারিয়ে যাবো, সোনালী দিন গুলো,
ঝরে যাবে, হেমন্তের ঝরা পাতার মতো।