"" স্বার্থপর ""
বেগম সেলিনা খাতুন
সুধাই তোমায়, কেমন আছো?
শুধুই বলো ভালো
চোখের পাতা ভেজা কেন
সেই কথাটা বলো?
কার জন্য হৃদয় তোমার
অপেক্ষাতে রয়
ভালোবেসে মন দিয়েছো
পড়ছো কী ছলনায়?
ভেবে ভেবে লাভ কী বলো
অনেক দেরী হলো
স্বার্থপর জেনেও তুমি
ধৈর্য কেন ধরো?