"" হৃদয়ের বিবর্ণতা""
** বেগম সেলিনা খাতুন **

জানালার গ্রীলটা ধরিয়া,আছো কাহারো পথ চাহিয়া?
উষ্ঠোদ্বয়ে আঁখির জল পড়িতেছে কেন গড়িয়া গড়িয়া?
কে তোমারে অপেক্ষায় রাখিয়াছে প্রেমের আশা দিয়া?
কোন আকর্ষণে রহিয়াছো তুমি তাহার পথ চাহিয়া?

রাতের আকাশটা রঙহীন হইলো,
ভ্রমরের গুঞ্জন থামিয়া গেলো,
ভুল করিলো তোমার প্রেমের মূল্য না দিয়া,
ঝিঁ ঝিঁরা ডাকিয়া ডাকিয়া পরিতেছে বুঝি ঘুমাইয়া।

তোমার ঐ চঞ্চল হাসিটা যখনি ঠোঁটের উপর দাও ছড়াইয়া।
মুগ্ধ হইয়া আকাশ বাতাস,হৃদয় নাও কাড়িয়া।
তবু কেন ভুলিয়া থাকে তোমারে ছাড়িয়া?
উষ্ঠোদ্বয়ে আঁখির জল পড়িতেছে কেন গড়িয়া গড়িয়া?

আকাশের ক্রন্দনে থামিয়া গেলো হাওয়া,
সমীরণের নিরবতায় গর্জে উঠিলো দেওয়া।
দু'আঁখির ঢল নামিয়াছে প্রেম বিহনে,
তাহার অবহেলা সইবে তুমি কেমনে?

কালো অক্ষরে মনের কথা লিখিয়া রাখিও বারে বারে,
লিপিবদ্ধ করিওনা সাদা কাগজের উপরে,
হৃদয়ের গোপন কুঠিরে রাখিও যতন করিয়া।
পাও যদি দেখা,ডেকে বলিও সখা,
আমারে  ভুলিয়া গেলা কোন অপরাধে?

যে পাখি চলিয়া যায় আপন নীড় ছাড়িয়া,
তাহার জন্য থাকিওনা আর পথ চাহিয়া,
সময় চলিয়া যাইবে, সময়ের গতিতে,
ছোট্ট জীবনের সময় তুমি ফেলিওনা হারিয়ে।

অভিমান বুঝিলোনা যে,কেমনে আসিবে মান ভাঙ্গাইতে।
ভালোবাসা কম ছিলো না,আমার হৃদয়েতে,
মায়ার বাধন ছাড়িয়া, চলিয়া গেলো দুর বহু দুরে.......।
রাত পোহাইলো ভোর হইলো, মন পাখিটা বন্দী হইলো কোন কারাগারে?