🌿🌹রক্তে ভেজা ১৫ই আগষ্ট 🌹🌿
🏵🏵বেগম সেলিনা খাতুন 🏵🏵
১৫ই আগষ্টের কথা লিখতে গেলে,
কলম-হাত দুটোই থরথর করে কাঁপে।
বুকের উপর আকাশ খানা নেমে আসে। যন্ত্রণায় ছটফট করতে করতে কখন যে হারিয়ে যাই-
"চাপা কান্না আর ঘৃনায়।"
নিজেকে প্রশ্ন করি, কেন করলো ওরা এমন নির্মম নিষ্ঠুরতা!!
যিনি জন্ম না নিলে বাংলাদেশ নামে কোন দেশ জন্ম নিতো না।
যিনি জন্ম না নিলে বাঙ্গালী পরাধীনতার শিকল থেকে বেরিয়ে আসতে পারতো না।
যার নামের উপর পতাকার মতো দুলতে থাকে স্বাধীনতা।
যার কন্ঠের স্বরে মিশে আছে মুক্তিযুদ্ধের জয়ধ্বনি।
যার সর্ব অঙ্গে জড়িয়ে আছে,
বাংলার প্রতিটি মানুষের আশা ভরসা,
যার নামের উপর প্রখর রোদ্দুর আলো ছড়ায়।
বৃষ্টির ধারা সুর হয়ে ঝরে।
যার নামের উপর দিয়ে বাতাস বয়ে যায়, ধুলো জমতে দেয়না।
যে নামের উপর চাঁদ তার জোসনার বন্যা বইয়ে দেয়।
ধন্য সেই পুরুষ!-"বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।"
তার সম্পর্কে লিখতে যেয়ে বারবার মনটা পেছনে যায় চলে।
যিনি এ জাতিকে দিয়েছেন একটি স্বাধীন সার্বভৌম দেশ।
একটি পবিত্র সংবিধান।
একটি পতাকা,একটি মানচিত্র।
এবং সর্বোপরি পৃথিবীর সকল জনগোষ্ঠীর কাছে বাংলা ও বাঙ্গালীর পরিচয় তুলে ধরেছেন মর্যাদার সাথে।
শ্রদ্ধায় মাথা নত হয়ে যায় তাঁর কথা স্মরণ করে।
বেদনায় বুকের ভেতর রক্তক্ষরণ হয় তার কথা স্মরণ করে।
প্রেমে উজ্জীবিত হই তার কথা স্মরণ করে। কৃতজ্ঞতায় চোখ দুটো ছলছল করে উঠে তার কথা স্মরণ করে।
আজ আবার ফিরে এসেছে ১৫ই আগষ্ট!আমাদের সকলের শোকের দিন।
জাতীয় শোক দিবস।
আজ কেন জাতীয় শোক দিবস তা কাউকে নতুন করে মনে করে দিতে হবে না।
আজ এই দিনে দীর্ঘ ৪৫ বছর পরেও আমাদের হৃদয় বেদনাদীর্ন।
যারা প্রকৃত বাঙ্গালী তারা শোকার্ত হয়ে ওঠে।
আমরা জানি ১৯৭৫ সালের ১৫ ই আগষ্ট বাংলাদেশের স্থপতি এবং রাষ্ট্রপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উর্দিপরা এবং কতিপয় বেসামরিক পোশাকধারী লোকের ষড়যন্ত্রের ফলে স্বপরিবারে নিহত হন। হায়! সে কথা স্মরণ করলে এখনো গায়ে কাঁটা দেয়।
মনে পড়ে ১৯৭৫ সালের ১৫ ই আগষ্টের সকালে বাংলাদেশ বেতারে কর্কশ উর্দ্বত্য কন্ঠস্বর বেজে উঠে।
সেই কন্ঠস্বরে সামরিক কঠোরতা, ঝাঁঝ এবং অহমিকা ছিল।
সেই কন্ঠস্বর যখন ঘোষণা করলো যে, শেখ মুজিবকে হত্যা করা হয়েছে।
তখন প্রকৃত বাঙ্গালী যারা,
তারা কানকে বিশ্বাস করতে পারছিলনা।
বাংলাদেশের মাটিতে এও কি সম্ভব?
এটা কি আমাদের বিশ্বাস করতে হবে যে, ইতিহাসের মহানায়ক,
বাঙালি জাতিয়তাবাদের সর্বশ্রেষ্ঠ রূপকার।
বাঙ্গালী জাতির দিশারী।
সাত কোটি মানুষের মহান নেতা,
নিহত হয়েছেন।
এই দেশের মাটিতে!
এই দেশের মানুষের হাতে!!
বিশ্বাস না করার আর কোন উপায় ছিল না। তাই তো ঘটলো।
আজ ১৫ ই আগষ্ট।
ঐ কালো অধ্যায় আজ কালের চাকায় বহু বছর পিছনে।
যতই দিন যাচ্ছে, মাস যাচ্ছে।
বছর ঘুরে ১৫ ই আগষ্ট আসছে।
ততই প্রিয়জনকে হারানোর পাথর
চাঁপা শোক শুধু অশ্রুতে নয়,স্মৃতির মিনারে
অক্ষয় চিরঞ্জীব।
মহান নেতার মৃত্যুর রক্ত ধারার উষ্ণ শ্রোতের স্পর্শের অনুভবে সেই শোক এখন আমাদের শক্তির উৎস।