🥀🌹ঋতু বদল🌹🥀🥀
🌿🌿বেগম সেলিনা খাতুন 🌿🌿
এলো বসন্ত, তরুলতায় পাতার মুকুল,
যে দিকে তাকাই যতটুকু পাতা গজিয়েছে অংকুর,
প্রকৃতিতে যেন লাগিয়েছে সুন্দরের আগুন।
পাখির কলতানে পুষ্প কানন মুখরিত,
কোকিলের মন ভোলানো সুরে পাগল ,
ঋতুর রাজা বসন্ত।
গোলাপ বাগান চোখ জুড়াচ্ছে, মন ভুলাচ্ছে,
নেশা ধরিয়েছে মনোরম স্নিগ্ধ গন্ধে,
ফুলেরা রৌদ্র স্নানরত, হাসছে অবিরত।
রোদে ভরা বসন্তের সোনালী সকাল বেলা
জান্নাতি পরিবেশে, ফুলের সাথে মৌমাছি করছে খেলা
ধুপছায়া আলোয় অপরিমেয় ফুলের রঙ্গে,
চোখে লাগছে নেশা।
সরিষা ফুলের হলুদ রঙের বিছানা পাতা,
প্রকৃতির এতো রুপ সৌন্দর্যের প্লাবনে ভাসা,
আভায় প্রভায় অকৃপণ ভালো লাগা।
শীতের অবসানে গ্রীষ্মের আয়োজনে,
স্নিগ্ধ সোনাঝড়া রোদ, ঝলমল আকাশে
অপরূপ শ্যামলে-সবুজে মুগ্ধতায় রয়েছে ভরে।
নেশা-ভরা বৃষ্টির আগমনের আশায়,
জানালার ফাঁক দিয়ে চেয়ে আছি অবেলায়,
পূর্ণিমার রাতে নয়, ঝরুক বৃষ্টি সন্ধ্যায়।
আষাঢ়ের মেঘ যেমন গম্ভীর, তেমনি কালো
মেঘের আড়াল থেকে তবলার আওয়াজ তুলছে ভালো,
বিদ্যুতের ঝলক আকাশের গায়ে সোনালী দাগ কেটে
পালিয়ে গেলো।