*** হৃদয়ের তুফান ***
🔰🔰================🔰🔰
তুমি যখন বলতে বল,
ভালবাসার কথা ।
তখন আমি চুপটি থাকি,
মুখে যায় কি বলা !

তুমি যখন লিখতে বল,
ভালবাসার কবিতা।
নাসর বান্দা তুমি মেলে ধর,
একটি সাদা খাতা।

যে কথাটা লিখবো আমি,
সেটা যে এতোই দামী।
কাগজে কলমে যায়না লেখা,
হৃদয় দিয়ে লিখতে হয়, হৃদয়ে,
ভালবাসার কথা।

তুমি যখন বল ভালবাসি,
অপলক দৃষ্টিতে চেয়ে থাকি।
ঐ শব্দটি হৃদয়ে তোলে তুফান,
আমি যে ভালবাসি ,হয়ে যায় প্রমাণ।

বেগম সেলিনা খাতুন
১০,০৬,১৯।