🌿🌿🌹🌹 রঙ তুলিতে আঁকা🌹🌹🌿🌿
🏵🏵🌿🌿বেগম সেলিনা খাতুন🌿🌿🏵🏵
💐25/03/2020💐
তুমি বসন্তের দুপুরের বৃষ্টি ভেজা কোকিল,
তুমি কুহু কুহু সুরে মুখরিত করো অনাবিল।
ফাল্গুনের পলাশ রাঙিয়েছে আবির রঙে,
নীল আকাশে সাদা মেঘেরা আছে লুকিয়ে।
মন খারাপ করেছো তুমি? আকাশ বুঝি দেয়না আলো !
মেঘের পরে মেঘ দিয়ে করে রেখেছে কালো।
তোমার মনের মধ্যে আছে যে গোপন দহন,
বৃষ্টি হয়ে ঝরবে ,আসবে যখন শ্রাবণ।
তুমি অবাক হয়ে চেয়ে থাকো যখন আনমনে,
লুকিয়ে থাকা ভালবাসা তখন উঠে ফুটিয়ে।
মধুর মাধবী রাতে এসেছিলে পূর্ণিমা চাঁদ হয়ে,
সংগী হবে তুমি? রাখবো বুকের মধ্যে খানে।
ফ্রেমে বন্দি গ্রীষ্মের পরন্ত বিকেল তুমি,
বর্ষার আকাশে মেঘের আড়ালের রোদ তুমি।
তোমার ঐ মৃদু কালো চোখের ভাষা,
অবসর বিকেল তুমি রঙ তুলিতে আঁকা।