🌿🌿🌹🌹প্রভাতফেরী 🌹🌹🌿🌿
🥀🥀🥀বেগম সেলিনা খাতুন 🥀🥀🥀
২১,০২,২০২১
প্রভাতফেরী, প্রভাতফেরী
আজকে হলো একুশে ফেব্রুয়ারি।।
যারা রক্তের বিনিময়ে,
রক্ষা করেছে মায়ের মুখের বুলি,
বিনম্র শ্রদ্ধা জানাই তাদেরই,
আজকে হলো একুশে ফেব্রুয়ারি।
সালাম রফিক জব্বার বরকতে,
রক্ত দিল বর্ণমালা ছড়িয়ে দিতে,
তাদের মান রাখতে শপথ করি,
আজকে হলো একুশে ফেব্রুয়ারি।।
দেশের জন্যে ভাষার জন্যে, প্রাণ দিল যারা
এ প্রভাতে মোরা তাদের স্মরণ করি,
চলো হাতে হাত রেখে দেশটাকে গড়ি।
আজকে হলো একুশে ফেব্রুয়ারি।।
সালাম বরকত নামলো রাজ পথে
বাংলার পতাকা শূন্যে তুললো দু'হাতে,
বরকতের বুক ঝাঁঝরা করলো ঘাতকের বুলেটের গুলি।
আজকে হলো একুশে ফেব্রুয়ারি।।
মায়ের বুকের ভালোবাসা, বাবার আদরের দুলাল,
বোনের স্নেহের মনি,
বর্ণমালা রক্ষায়, তাদের রক্তে, রঞ্জিত হলো
দীর্ঘতম নদী।
আজকে হলো একুশে ফেব্রুয়ারি।।
আমার তোমার সোনার বাংলায়
লাক্ষো শহীদের রক্তের দয়ায়,
মুসলিম বৌদ্ধ হিন্দু খৃষ্টান বাস করি,
আজকে হলো একুশে ফেব্রুয়ারি।।
প্রভাতফেরী, প্রভাতফেরী
আজকে হলো একুশে ফেব্রুয়ারি।।