যতবার ভালবাসি ভালবাসি বলেছি তোমাকে,
বারবার প্রত্যাখ্যান করেছো, দূরে সরিয়ে রেখেছি নিজেকে।
ভ্যাগিস হাল ছেড়ে দেইনি!
অপেক্ষায় থেকেছি তোমার জন্য।
অন্ধকার নীশিতে দাঁড়িয়ে ছিলাম তোমার পথ পানে,
হঠাৎ পাশে এসে দাঁড়িয়ে বললে, দাওনা হাত দু'খানি বাড়িয়ে।
আমি ধন্য হলাম, আমি ধন্য হলাম, তুমি আমার ভালবাসা গ্রহণ করেছ নিরবে।
তোমার মুখের অবয়ব,এত মমতা মাখানো,
চোখ দু'টোতে আছে যেন ভোরের আলো জড়ানো।
আরো আছে তোমার স্নেহ ভরা মন, হাসিটা যেন মুক্ত ঝরানো।
তোমার চোখের দিকে তাকানো হয়নি বহুদিন।
কেন যেন মনে হয় ঐ চোখ দু'টি আমার জন্য মায়াহীন।,
মুগ্ধতায় পরিপূর্ণ ছিলে তুমি, তোমার হেঁয়ালি ভরা ছিল মন।
বর্ষার আকাশ যেমন, পৃথিবীকে আলো দেবার জন্য ছটফট করে,
মেঘকে দু'হাতে ঠেলে দিয়ে, পৃথিবীকে আলোকিত করে,
আমিও তোমার চোখ দু'টোকে জল শূন্য করে একাকিত্ব দিতে চাই কাটিয়ে।
আমি যখন কবিতা লিখি, তোমার সৌন্দর্যে সুপ্রভাত দেখি,
অনুরোধ করি তোমায়, আমায় ফিরিয়ে দাও, তোমার মুক্ত ঝরানো হাসিটি । তোমার হৃদয়ের উল্লাসের হাসি শুনি, তোমায় নিয়ে হাজারো ভালবাসার জাল বুনি।