** প্রেমের অনল জ্বলে ধুঁকে ধুঁকে **
বেগম সেলিনা খাতুন
যতই দূরে থাকুক সে
ততো কাছে রয়
চোখ দুটি তার ভাসা-ভাসা
মনের কথা কয়।
তার হাসিতে পরাণ কারে
হৃদয় তোলপাড় হয়
দাম দিয়ে যায়না পাওয়া
মনের বদল মন দিতে হয়।
ভেবে ছিলাম পাবো তারে
অন্তর নিয়েছে কেরে
অপেক্ষার পাতায় রেখেছি তারে
বাঁচতে চাই তাঁকে ঘিরে।
প্রেমের অনল জ্বলে ধুঁকে ধুঁকে
যায়না চোখে দেখা
তারই মাঝে স্বর্গ সুখ
বিনা সুঁতে গাঁথা।
মান অভিমান হাসি কান্না
প্রেমের অপর নাম
পরাণ কাঁদে নিরবে
হাজার কোটি দাম।