প্রতিবন্ধী
বেগম সেলিনা খাতুন
বন্ধু, বলবো না তোমায় আর প্রতিবন্ধী,
আজ থেকে আমাদের দুইজনের এই হলো সন্ধি,
হাতে হাত রেখে এগিয়ে যাব দু'জনে
মিলে মিশে দেশটাকে গড়ে যাবো রাখবো সযতনে।
হয়তোবা তুমি থাকবে ক্ষাণিক পিছিয়ে,
আমার এ হাতখানা দেবো তোমার দিকে বাড়িয়ে,
থাকবে না কারো কাছে কোনদিনই ঋণী
যোগ্য করে তুলবো তোমায় এ পণ করেছি আমি ।
এ জগতে প্রতিবন্ধী নামটি যাবে মুছে,
স্বাবলম্বী হবে তুমি না হয় রইলে ক্ষাণিকটা পিছে।
আমার দৃষ্টিতে তুমি নও যে আলাদা,
থাকবো দু'জনে মিলে একসাথে বিনেসুতে গাঁথা।
ন্যায় এবং নিষ্ঠায় থাকবো একসাথে,
হেঁটে যাবো বহুদূর- সকাল, দুপুর দিনে-রাতে।
ঐক্যবদ্ধ হয়ে সকল দায়িত্ব ও কর্তব্য করবো পালন,
দেশ ও দশের সেবায় নিজেকে দিবো বিসর্জন।
আর নও প্রতিবন্ধী, বন্ধু ,ভেবে করো তুমি সন্ধী,
ভালোবাসি, জড়িয়ে রেখেছি মহাপ্রেম মোহনায়,
আদলে আদলে বলো কথা,
হৃদয়ে লাগে যে ব্যাথা,
আছো তুমি হৃদয়ের গহীনের কোণে,
তোমায় রাখবো আমি অতীব যতনে।
'সহমর্মিতার সংবেদন'