****প্রশ্ন উত্তর****
বেগম সেলিনা খাতুন
08/03/2019
-তুমি কে?
--আমি আকাশ,
- তুমি কেন আকাশ হলে!
--আকাশ যেদিন একা থাকবে, তুমি একফালি চাঁদ হয়ে উঠবে।
আকাশ ছুঁয়ে দেখবে, আমি কোটি কোটি তাঁরা হয়ে চাঁদকে ঘিরে রাখবো।
-তুমি কেন মেঘ হলেনা!
--আমি মেঘ হলে, তুমি আমায় কী দিতে?
-তুমি ঝুমঝুম করে ঝরতে যখন, আমি কলাপাতার ছাউনী তোমার মাথায় ধরে
মেঘের আড়াল করতাম।
-তুমি কে?
--আমি সূর্য,
-তুমি কেন সূর্য হলে?
সন্ধ্যা যখন আবীর রঙের ডালা সাজিয়ে গোধুলি নামাবে, তোমায় দেখা যাবেনা।
সূর্য এসে অন্ধকার দূর করে রৌদ্র ছড়াবে।
-আমি সাগর হতে চেয়েছি, তুমি সাগর হলে কী হতো?
সাগরের তীর ঘেসে, গোধূলি নামবে যখন, তুমি পালহীন নৌকায় আমাকে নিয়ে এপার থেকে ওপারে পাড়ি জমাবে।
বালুচরে হেঁটে পায়ের নকশা আঁকবো দুজনে।
-তুমি কেন কবি হলে?
--তুমি আমায় বলেছিলে, তুমি যদি কবি
হও কবিতা হবো না বলা গোপন কথা তোমায় বলিবো। তুমিই আমার কবিতা।
-তুমি কে?
--আমি ফুল,
-তুমি কেন ফুল হলে?
--আমি ফুল বলেই তুমি ভ্রমর হলে।
তোমার সুর শুনেই আমি সুরভী ছড়াবো।
-তোমার নাম কি?
--আমার নাম যাই হোক, তুমি দাওনা একটি নাম। সে নামেই আমি জগত পূজারী হবো,বিশ্বখ্যত হবো। তোমার দেওয়া নামটি আমি হৃদয়ে গেঁথে রাখবো,
সে নামে শুধু তুমিই ডাকবে।
-তুমি কেন বাসলেনা ভাল আমায়?
এ পৃথিবীতে তোমায় নাইবা বাসলাম ভালো। রেখে দিলাম অন্য পৃথিবীর জন্য, সে জীবনে ছড়াবো ভালবাসার বন্য।