""পরপারের দাওয়াত ""
বেগম সেলিনা খাতুন

কখন যেন দাওয়াত আসে
যাইতে অচিন পুরে
বুক পকেটে তোর ছবিটা
রাখি যতন করে।

ঘুম যদি আর না ভাঙ্গে
থাকে পরে কায়া,  বুঝবে
ত্যাগ করেছি এই পৃথিবীর
ভালোবাসা মায়া।

জেনেরেখ জন্মিলে আছে মরণ
বিধাতার নিয়ম
পরপারে হয় যেন দেখা
রাখিও স্মরণ।