🔰🔰প্রণয়ের গভীরতা 🔰🔰
*** বেগম সেলিনা খাতুন ***
গন্তব্যহীন রিকসায় বসে পলকহীন চোখে
গেয়ে উঠি সুরবিহীন ভালবাসার গান।
আমার উদাসি মন তোমায় খুঁজে বেড়ায় সারাক্ষণ,
আবেগ আর উচ্ছাসেতে ,ভোরের আলোর মতো রাঙ্গাতে চাই তোমাকে।
আর কী কোনদিন আসবেনা তুমি? সত্যিই কী নিয়েছো বিদায় !
আমার একাকিত্ব দুর হবেনা কখনো?
তুমি যে আমার কবিতাময়।
জীবনটা কী হবে কখনো মধুমাস ? নাকি থেকে যাবে শুধু দীর্ঘশ্বাস।
তোমার টল মল আখি সইতে পারি কী?
না না না..... ঐ আখি দু'টিতে আছে আমার প্রতিচ্ছবি,আছে আমার কবিতা, আছে আমার উপছে পরা বর্ষার নদী।
আমি কী চাই , তোমার চোখের জল দিয়ে করতে নদী ?
না না না..... ঐ ডাগর কালো চোখ দুটো যে ভালবাসি নিরবধি।
দেবনা ভাসতে অশ্রু নদীতে, তোমার জীবনে অথই আষাঢ় নামতে।
তোমাকে লেখা কবিতা, হৃদয়ে পঠিত হয় বারবার,
সঞ্চয় করি প্রানের উচ্ছলতা, আনন্দ পাই উৎসর্গ করার।
আছে কি তোমার প্রনয়?
আমার প্রনয়ের আছে গভীরতা।
আছে তোমার উত্তাল পাত্তাল হৃদয়ের ভালবাসা?
নাকি হৃদয়ে আছে শুধু শুন্যতা,নাকি আছে একরাশ হু হু করা কান্না।
আমার আছে হৃদয় নিংড়ানো ভালবাসার বন্য।
এখনো আমার হৃদয় মাঝে বাস করে, সেই অলস দুপুর, মায়াবি বিকেল বেলা,
ছুঁই ছুঁই সন্ধ্যাতারা।
সুরভী ছড়িয়ে দেয়, জোসনারাতে হাসনা হেনা।
ভালবাসা কেন এমন হয়? ক্ষনে ক্ষনে রঙ বদলায়।
ভালবাসার উপহার হয় ফুল, সেও ঝরতে করেনা ভুল।
ঝরা ফুলের বিছানায়, বসে থাকি
তোমারই অপেক্ষায়।
যখন তুমি আমার জীবন থেকে নিয়েছো নির্বাসন,
আমার ডাক নামটিও হারিয়ে গেছে হয়েছে বিলীন।
আনন্দের নাই কোন ফোয়ারা, নাই কোন ঝর্নাধারা।
আমার বাঁচার ইচ্ছা গেছে হারিয়ে, যদি পাই তোমায় ফিরিয়ে, বাঁচার জন্য হবো মনোযোগী, হৃদয়ে গেথে রাখবো তোমারই ছবি।