🌿🌿🌹🌹প্রকৃতির ভালোবাসা 🌹🌹🌿🌿
🥀🥀বেগম সেলিনা খাতুন 🥀🥀
তুমি পূর্ণিমার চাঁদ হয়ে,
ডুবে আছো মেঘের আড়ালে,
মনে হয় তোমায় আমি পাবো নাকো ফিরে।
রাতের কল্পনার ছবি তুমি,
লাল নীলে আঁকি আমি।
কত যে স্বপ্ন ছিলো তোমাকে ঘিরে।
হৃদয়ের ডায়রিতে রেখেছি যতনে তোমায়,
আছো তুমি জীবনের পাতায় পাতায়,
আবেগময় হয়েছি কত যে, ভালোবাসার আসায়।
পাখির ঠোঁটে দিলাম,
অশ্রু ভেজা চিঠি,
আমার কথা জানতে চাইলে,
উত্তর দিবে পাখি।
তোমার স্মৃতি ভুলবো কেমনে,
স্মৃতি গুলোয় চিহ্ন দিয়ে রাখি।
আমার বুকের মধ্যে নেমেছে বৃষ্টি,
নিঝুম আকাশ ছাতা হয়ে দিয়েছে প্রশান্তি।
তুমি ভালো নাইবা বাসলে,
উজাড় করে ভালোবেসেছে প্রকৃতি।।