@@@ পরের জন্মে @@@
===================

হয়তো সে আজো আমাকেই ভালবাসে,
আমি তো কখনো ভালই বাসিনি তাকে।
তবে কেন! বুকের মধ্যে করে চিন চিন,
ঐ নিষ্পাপ চোখ দুটি খুঁজে বেড়াই সারাদিন।

হয়তো সে পৃথিবীর কোন এক কোণে,
আমার অপেক্ষায় বসে ভাবছে ক্ষনে ক্ষনে।
ফেলে আসা সেই দিনের স্মৃতিতে হাত বুলিয়ে,
নির্জন রাতে আমায় নিয়ে ভাবছে মনে মনে।

দিন কেটে যায় উদাসী হাওয়ার মতো,
নির্ঘুমে থেকে থেকে রাত কেটেছে কতো।
বুকের মধ্যে পলি জমেছে স্তরে স্তরে,
প্রেম বিরহ ফেলে, নিজেকে রেখেছি আড়াল করে।

তুমি কি এখনো আমাকে মনে করো ?
আর কেউ নয়, তুমিই আমাকে বেসেছো ভালো।
আমি কি তোমার মতো পারিনি ভালবাসতে?
তবে কেন? এখনো তোমায় ভাললাগে ভাবতে।

তুমি কি আমার পরের জন্মের প্রথম পুরুষ হবে?
তুমি কি আমায় নিয়ে কবিতা ও গল্প লিখবে?
অপেক্ষায় থাকবো ,ভরিয়ে দিবো মাতাল করা চাওয়ায়,
কমিয়ে দিবো দুরত্ব, ভিজবো দু জন শ্রাবণের বরষায়।

বেগম সেলিনা খাতুন
১৩,০৬,১৯