""পরাজয় ""
বেগম সেলিনা খাতুন
বেলা গেলো সন্ধ্যা হলো
হারিয়ে গেলি অজানার
দিন রাত্রি বসে বসে
তোরে রাখি জল্পনায়।
একদিন তুই আসবি ফিরে
ভাবি বসে নিড়ালায়
দিনের শেষে ক্লান্ত বিকেল
শান্তনা দেয় সদায়।
অপেক্ষাটা বড়ই কঠিন
পাথর যেমন হয়
নিজের জন্য বাঁচতে হবে
অপেক্ষা আর নয়।
মাস গেলো বছর গেলো,গেলোনা
হারিয়ে ফেলার ভয়
এই আমিটা কেমন থাকি
হলো বুঝি পরাজয়।