🏵🏵 প্রার্থনা 🏵🏵
🌿🌿বেগম সেলিনা খাতুন 🌿🌿
আজ সব কিছু থেকে এতোটাই দুরে আছি,
অন্য গ্রহে নয়,নিজ গ্রহেই সেচ্ছায় নির্বাসন নিয়েছি,
এ যেন বিনা দোষে বন্দী শালায় বন্দী হয়ে আছি।
এ কেমন বন্দী শালা করেছো প্রভু, নাই কোন প্রহরী,
তবু ঘর থেকে বের হতে পারছেনা কোন দুঃসাহসী।
তোমার প্রার্থনায় প্রভু, অশ্রুসজল চোখ দুটি ভারী,
মাঝে মাঝে মনের অজান্তেই দীর্ঘশ্বাস ফেলি।
আপন বাসগৃহ খানা হয়েছে বন্দী শালা,
কর্মস্থলটি খাঁ খাঁ করছে, প্রতিটা কক্ষ তালা বদ্ধ করা।
ধেয়ে আসে বুক ফাটা কান্না, সৃষ্টি কর্তা আর দিওনা সাজা।
হাতে নাই হাত কড়া, পায়ে নেই বেড়ি,
কি দিয়ে বেঁধে রেখো প্রভু, তোমায় স্মরণ করি।
করোজোরে তোমার কাছে প্রার্থনা করি।
হে সৃষ্টি কর্তা, পৃথিবীটা বড়ই ভালোবাসি।
পানা দাও হে আশ্রয় দাতা, পানা দাও,
নিজ গুনে ক্ষমা করে নাও।
তোমার কৃপার আসায় সারা বিশ্ব চেয়ে আছে,
হে দয়াময়, হে প্রার্থনা শ্রবণ কারী।
তোমায় ভালোবাসি খোদা তোমায় ভালোবাসি।