অপেক্ষা করা
বেগম সেলিনা খাতুন
কোথায় আছো কেমন আছো
জানতে ইচ্ছে করে
বুকের ভিতর শুক পাখিটা
ছটফটিয়ে মরে।
রাত জাগা পাখি গুলোর
চোখে বৃষ্টি ঝরে
রাতের কান্না কেও দেখেনা
একলা একা কাঁদে।
তোমার আকাশ তোমায় নিয়ে
বেঁধেছে সুখের ঘর
আমি তোমার স্মৃতি নিয়ে
থাকবো জীবন ভর।