🌿🌹অপেক্ষার পালা 🌹🌿🌿
🏵🏵বেগম সেলিনা খাতুন 🏵🏵
তোমার অপেক্ষায় থেকে শেষ হয়না প্রহর,
দিন গেলো, মাস গেলো,যাচ্ছে চলে বছর।
ঝুমঝুম বৃষ্টি ঝরে,আষাঢ়ের দুপুর,
শ্রাবণের বৃষ্টিও ঝরে, মধ্যরাতের দ্বিপ্রহর।
ইচ্ছে ছিলো নূপুর পায়ে, রিনি ঝিনি শব্দে
ভিজবো দুজন।
কোথায় গেলে তুমি, কোন অজানায়,
জোসনায় স্নাত হবো চাঁদের মোহনায়।
আকাশের নীলে ভেসে ভেসে মেঘের সাথে বলবো কথা।
আমার প্রিয়ার কাছে পৌঁছে দাও আমার বার্তা।
তুমি আসবে কবে? ভালোবাসবে আমাকে!
ভালোবাসার সংলাপ বলবে কানে কানে,
জড়িয়ে রাখবে তুমি দু'বাহুর আলিঙ্গনে,
হৃদয়ের দিবালয়ে রাখবো তোমায় আপন করে।
হারিয়ে যেওনা আমার ভালোবাসা ছেড়ে,
বিকেলের নীলে খুজবো তোমায় যুগে যুগে,
কত যে স্বপ্ন দেখি তোমাকে ঘিরে ,
তুমি যেদিন আসবে,আমার পৃথিবীকে সাজবো ফুলে ফুলে।
অপেক্ষায় আছি,যেদিন আসবে তুমি,
সেই দিনের জন্য জমা রেখেছি মনের যত পাগলামী,
তুমি কি জানোনা !তোমাকে ভালোবেসে ঝড়িয়েছি কত চোখের পানি!
তুমি আসবে, ভালোবাসবে আমাকে, জানি।
যদি একবার দেখিতে পাই তোমাকে,
মরুভূমির তপ্ত বালু পাড়ি দিব খালি পায়ে।
তোমার পথের দিকে তাকিয়ে হয়তো দৃষ্টিও হারাবো,
চেয়ে ছিলাম আমার শেষ জীবনের ভার তোমার হাতে তুলে দিবো।
আমি কি ভুল করেছি?
তোমাকে ভালোবেসে?
কেন দাওনা দেখা তোমার প্রিয়ার সাথে?
মনে হয় কোটি কোটি বছর দেখিনা তোমায়,
আমার স্বপ্ন গুলো পূরণ করো তুমি, এসে নিরালায়।