ওগো আমার হৃদয় রাণী,

শোন এবার মুখের বাণী,
দিন রজনী সব সময়ই মন বলছে মোর ম্যারীনা
বিবেক মোরে বুদ্ধি দিচ্ছে কেন নিয়ে এলিনা।

বাসা বাড়ী ঠিক নাই,মোর চাকুরির নাইকো ঠিকানা
সারাদিন খাই আর ঘুমাই,আট টাকা পাই মাহিনা।

সরকারি ছুটির দিনে আর হয় রবিবারে টাকা আমি পাইনা
কেমন করে তোমায় আনি উপায় কিছু বলনা বলনা।

দেশের বাড়ি পিতৃলয়ে আছো তুমি এক মনে
তোমায় বিনে আমি শুধু পরে আছি এই খানে।

ভেবে ছিলাম চাকরি হলে দু'জন থাকবো এক জায়গায়
চাকরি মোর হলো বটে,দু'জন কিন্তু দুজায়গায়।

আমি আছি যশোরেতে তুমি আছো পাবনায়
দোয়া করি সুখে থাকো আমায় পাবে কল্পনায়।

তোমায় ছাড়া চিন্তা মনে পড়ে থাকি এই জায়গায়
পাখি হলে উরে যেতাম এখন করি কোন উপায়
রাত কাটে তোমার ধ্যানে আরো কাটে জল্পনায়।

এখন কিন্তু ভালোই হলো মনে কিছু নিওনা
কিজে করি মনে মনে ভেবে কিছু পাইনা
বেভোলা মন নিয়ে মিছে শুধু জালবোনা।

মার্চ মাস আজ শেষ হলো আসছে এপ্রিল মাস
ঐ মাসেতে তোমায় পেতে আছে অভিলাষ।

ওগো লক্ষি ধৈর্য্য ধরো কইরোনা বিলাপ
বৈশাখেতে আসবো আমি তোমায় কথা দিলাম।

অনেক চেষ্টাতে হায় শেষটেতে রেশন করেছি তোমার নামে
মাল পাইলে বিক্রি করে রাখবো আমি তোমার খাতে
বর্তমানে টাকা পয়সা নাই কিছু তাই মোর হাতে।

গাড়ি ভাড়া খাওয়া বাবদ পয়সা কিছু খরচ হবে পথ মাঝে
কিছু টাকা জমা হলে ছুটে আসবো তোমার কাছে।

সত্য কথা বলতে কি লক্ষি আমি তোমায় ভালোবাসি
কর্তব্যের খাতিরে বাধা আছি নইলে কি নওয়াপাড়া থাকি
তোমার কথা মনে হলে কর্তব্যকে দুরে ঠেলে যেন আমি চলে আসি।।

কালো দোয়াতের কালি দিয়ে কেতাব কোরান লিখি
কালি দিয়েই কলমের সাহায্যে লিখছি তোমায় চিঠি।

কালো চোখের তারা দিয়েই সকল ধরা দেখি
এই আঁখির তারা দিয়ে কেতাব কোরান পড়ি।

জনম কালো মরণ কালো, কালো ভূমনময়
তোমার কালোর রুপের ছটা মন করেছে জয়।

কালো বস্তু অমূল্য ধন জানে শুধু জ্ঞানী জনে
কালো হয়েছো ভালোই হয়েছো দুঃখ নিওনা আপন মনে,
কালোর আদর সব খানেতে যদি তোমার গুণ থাকে
এই জন্যই তো তোমার ধ্যানে বসে আছি এক মনে।

কালো জগতের আলো এ কথা কি মাননা
সত্যি সত্যিই ভালোবাসি চিন্তা করেই দেখনা।

সকল বস্তু ধরার মাঝে সৃষ্টি করে একজনা
ঐ জিনিসের বীজ ভালো,থাকে যদি কালো দানা।

সাদা দানায় গাছ হয়না এ কথা কি জাননা
মাঝে মাঝে পত্র দিও এই হলো মোর বাসনা।

পত্র পেয়ে উত্তর দাওনা এ কেমন ছলনা
পত্র যদি নাহি লেখ তোমার ভালো হবেনা।

অনেক কিছু ভুল করেছো তুমি কিন্তু জাননা
ভুলের মাশুল দিতে গেলে আমায় তুমি পাবেনা।

অতিতের কথা অতিতেই থাকবে ভবিষ্যতে আসবেনা
ভবিষ্যতে অন্যায় করলে মাফ তুমি আর পাবেনা।

ভুল হলে মাফ করিব এই টুকু দিলাম শান্তনা
যতই ভুল হোক না তোমার সব করিব মার্জনা।

কি খাচ্ছ আর কি করছো সব কিছু লেখনা
পারবে না আর জাননা এ সব কথা শুনবো না।

চিঠি লিখতে ভয় হলে তুমি আমায় পাবেনা
ভুল ত্রুটি সংশোধন করবো এই হলো মোর কামনা।

পূর্বের পত্রের উত্তর আছে চিন্তা করে দেখনা
ভালো করে খুঁজে দেখ বেশি বেশি পড়না।

তা হলে উত্তর পাবে ভাবনা তোমার থাকবে না
দাঁত ভাঙ্গা উত্তর আছে খুঁজে খুঁজে দেখনা।

উত্তর বের করে দিতে এখনোতে দেবনা
বাড়ী এসে দু'জনাতে বসে পড়বো নিরালা।

ঐ সময় উত্তর গুলো করে দিব আলোচনা
তুমি এখন যা পারো আর যা বুঝো এই সব কথা লেখো
আমি তোমায় কত লিখি আর কত বলি চিন্তা করে দেখো।

পারতে হবে লিখতে হবে এটা আমার আদেশ
না লিখলে জেনে রেখো দেখা শোনা ঐ পর্যন্তই শেষ।

লোকে বলে কিছু দেয় নাই তুমি বলছো কেন এতো দাবী
মন দিয়েছি দেল দিয়েছি, বলো!কি রয়েছে বাকি।

স্বেচ্ছায় যদিও না দিয়েছি কইরা নিছু চুরি
খাচায় পুড়ে খোঁচা মারো এই বা কেমন নীতি।

তোমার শাড়ী নাই বেলাউজ নাই আর অভাব কত
ইচ্ছে আছে  সময় হ'লে সব পাবে সাজাবো মনের মতো।

সাবান আলতা স্নো পাউডার এসব তোমার  কাছে চাই
প্রিয় লক্ষি ধৈর্য্য ধরো সব আনবো যদি টাকা পাই।

বাড়ীর সবাই আছে কেমন,
পত্র দিয়ে জানাইও
আমি লিখলাম যেমন।

তোমার প্রতি রইলো অনেক অনেক প্রীতি
পত্র খানা এই খানেতে কইরা দিলাম ইতি।