🌹অবিরাম ভালোবাসা🌹🌹
🌹🌹🌹বেগম সেলিনা খাতুন 🌹🌹🌹
তোমার সামনে দাঁড়িয়ে একবার ও বলা হয়নি আমি তোমাকে ভালোবাসি ।
বুকের ভিতরে পুষে রাখা সেই ভালোবাসা -
কখন যেন হয়েছে কবিতা,আমি হয়েছি তোমারই কবি l
তোমাকে ভালোবাসি এই শব্দটা আমার ভিতরে , খুব করে বেড়ে উঠছিল - লতা গুল্মের মত l
হৃদয়ের ধানখেতে - প্রতিদিন যেন সবুজের আস্তারন , প্রতিদিন যেন ঝড় তুফান আর হিম শিহরন।
তোমার হাতটা একবার ও আমার ধরা হয়নি - তাকানো হয়নি তোমার ঐ কালো চোখের দিকে খুব সাহস করে।
সেই যে একাকীত্বটা এলো - বর্ষা এসে ভিজে গেলো সব , আকাশের চন্দ্র সূর্য অন্ধকারে রয়ে গেলো।
তোমাকে ভালোবাসি - এই না বলা শব্দটা - রহস্য হয়েই থেকে গেলো, কেন বলতে পারি নাই,কিসের ছিলো ভয়?
হৃদয়ের ডাকবাক্সে জমা সব চিঠি গুলো,
তোমার না পড়াই থেকে গেলো l
তোমাকে পৌঁছাতে পারি নাই।
খুব ইচ্ছে করছিলো তোমার কানে কানে বলি তোমায় খুব ভালোবাসি।
ইচ্ছে করছিলো চুপটি করে তোমার হাতটা ছুঁয়ে দেখি।
প্রতিদিন আমি জীবনের সাথে অভিনয় করি l
আমি ভালো আছি,তোমার বিরহে ভালো কেমন করে থাকি?