ও নদী
বেগম সেলিনা খাতুন
ও নদী নদীরে
তোমার অথৈ জলে
স্নিগ্ধ কলতানে
কী গভীর সুর ভেসে আসে
জুড়ায় এ মন
কোন্ মধুর আবেশে!
আমি একা একা
ঘুরে ঘুৱে আনমনে
পাইনা কারোই দেখা
তবু কান পেতে শুনি
অশান্ত হলো ওই
নদী স্রোত অসময়ে
ও নদী নদীরে
তোমার তুফান হৃদয়ের বাঁধ ভেঙ্গে
ভেসে আসা সুর
আছড়ে পড়ে মনের গভীরে।