🌿🌹🌿নতুন বছর 🌿🌹🌿
🌹🌹বেগম সেলিনা খাতুন 🌹🌹
নতুন সূর্য উদিত হবে, নতুন আলো নিয়ে,
মনের আঁধার কেটে যাবে,নতুন সূর্য দিবে আলো জ্বালিয়ে,
জাগবে নতুন প্রভাত, ভুলে যাও মনের যত সংঘাত,
মোরা নতুন প্রভাত নিয়ে, গড়বো জীবন আবার।
ঘুম থেকে জাগো, সময় নেই যে আর ঘুমাবার।
নতুন বছর করবো বরণ, নতুন আশা নিয়ে,
আসবে মনে আসার আলো, শুভ স্বপ্ন নিয়ে,
থাকবো মোরা মিলে মিশে, বন্ধু সজন যারা আছে,
স্বার্থের লোভ যেন না আসে,না করি হানা হানি আর।
ঘুম থেকে জাগো, সময় নেই যে আর ঘুমাবার।
মিথ্যারে যেন করি ভয়, সত্যের করি যেন জয়,
এ যেন জীবনের শেষ দিনের অঙ্গীকার হয়,
ভুলে যাবো সব কষ্ট গ্লানি, জাগাবো নতুন করে নব দিনখানি।
এবার আমরা নতুন প্রভাত বিশ্ববাসিকে দেব উপহার,
আমাদের এই যেন হয়, হাতে হাত রেখে অঙ্গীকার।
ঘুম থেকে জাগো, সময় নেই যে আর ঘুমাবার।
জয় জয় হবেই জয়, নতুন সূর্যকে করবো মোরা জয়,
জয়ের ফুল ফোটাবো মোরা,
ফুলের সুবাস ছড়াবো প্রভাত বেলায়।
ভোরের আকাশে নতুন সূর্য, বইবে স্নিগ্ধ বাতাস,
ঘুম থেকে জাগো, সময় নেই যে আর ঘুমাবার।
এসো সবাই মিলে দেশটাকে জরা জীর্ণ থেকে মুক্ত করি,
সকল আধাঁর ঘুচিয়ে, এসো শক্ত হাতে হাল ধরি,
বুকের গহীনে যত ব্যাথা আছে,ব্যাথা নাশক ঔষধ সেবন করি,
আর যেন না পাই আঘাত, ধর্ম বর্ণ নির্বিশেষে এক সাথে, বিপদ থেকে পাই যেন উদ্ধার ।
ঘুম থেকে জাগো, সময় নেই যে আর ঘুমাবার।
ভালোবাসি এসো দেশটাকে, সবাই মিলে ভালোবাসি,
ভালোবাসি আল্লাহর সকল সৃষ্টিকে,
ধর্ম বর্ণ নির্বিশেষে সকল জাতিকে,
কেন এতো ভয়, কেন এতো সংসয়,
চল একসাথে দূর্গ গড়ি, নতুন বছরকে বরণ করে,
দেশটাকে করি স্বপ্নের রাজপুরী।
ঘুম থেকে জাগো, সময় নেই যে আর ঘুমাবার।