🌹নতুন পৃথিবী গড়বো🌹
🌿বেগম সেলিনা খাতুন 🌿
💐💐===========💐💐

অদৃশ্য শক্তির সাথে যুদ্ধে যদি হারিয়ে যাই!
তবু তোমাদের সাথে থাকবো,
দুর আকাশের চাঁদের আলোয় মিশে তোমাদের মাঝে আলো ছড়াবো!

আর যদি অদৃশ্য শক্তির সাথে, যুদ্ধ করে বেঁচে যাই?
তোমাদের জড়িয়ে ধরে,
বেশী করে আদর করবো...
প্রাণ খুলে উচ্চ সুরে, বেশী বেশী কাঁদবো।
এতোদিন তোমাদের থেকে দূরে থাকার সব কষ্ট পুষিয়ে নেব।

আমার কাছে তোমাদের যা চাওয়ার আছে!
না পাওয়া সব চাওয়া মিটিয়ে দেব।
পুষিয়ে দেব যা অপূর্ণ রয়ে গেছে।

স্কুল প্রাঙ্গণে ফুল-কলির আসর বসাবো!
ছোট বড় সব বন্ধুদের নিয়ে আড্ডা দেব!
কখনোই কষ্ট দেবোনা, অজান্তে কষ্ট দিলে!
ভালোবাসার হাতখানি বুলিয়ে দেবো!

পাহাড়,বন,সাগরের কাছে গিয়ে  বলবো
ক্ষমা করে দাও? আর দেবো না তোমাদের কষ্ট।
তোমার শ্যামল কোমল ছায়ার নিচে আশ্রয় নেব,
আর করবোনা তোমায় উজাড়।

যদি বেঁচে থাকি, হবোনা কারো কষ্টের কারণ,
কেউ আঘাত করলে, করবো না প্রতিঘাত!
হাসি মুখে জানতে চাইবো, আঘাতের কারণ?

মনের মধ্যে রাখবোনা এক বিন্দু অহংকার!
শুধুই বিনয়ী হবো, অভ্যাস করে নেব, হাসি মুখে কথা বলার।
হাসিগুলো ছড়িয়ে দেবো ঐ নীল আকাশে, ঝাঁঝালো দুপুরে।

যদি বেঁচে থাকি, লোভ লালসা থেকে বাঁচাবো নিজেকে,
সত্যের পথে চলবো, যদি যায় জীবন, তবু সত্যকে প্রতিষ্ঠিত করবো, ইনশাআল্লাহ।

যদি বেঁচে থাকি তোমাদের ভুলবোনা,
তোমাদের ঋণ কোনদিন শোধ করতে পারবো না জানি।
যারা অস্ত্র ছাড়া যুদ্ধে নেমেছে, ডাক্তার, নার্স স্বাস্থ্য কর্মী,
অস্ত্র নিয়ে যুদ্ধে আছে যারা, পুলিশ সেনা।

তোমাদের কাছে আমরা চিরঋণী,
তোমরাই শোনাবে আশার জয়ধ্বনি।
তোমরাই হলে দেশের প্রাণ, তোমরাই রাখবে বাংলার মান।