নকল হাসি
বেগম সেলিনা খাতুন
দিনের শেষে রাত নামে
এটাই জানে সবাই
মুখের হাসি নকল করে
মা জননী দেখায়।
অস্থায়ী এক জীবন নিয়ে
সুখের স্বপ্ন দেখি
মায়ার জালে আটকে রাখে
সুন্দর এই পৃথিবী।
রাত জাগা পাখির মতো
তুমিও থাকো জেগে
তুমি সুখে থাকলে মাগো
রাত পোহাবে তবে।