🌿🌿🥀নদী ও মেঘের প্রেম🥀🌿🌿
🌹🌹বেগম সেলিনা খাতুন 🌹🌹
নীল আকাশটা সাজিয়েছে দুধ রঙ্গা মেঘে,
নদীর জল ঢেউ তুলেছে মেঘের আভাস পেয়ে,
ভোরের রবি আসছে ধেয়ে সোনালী রঙ ছড়িয়ে,
মেঘের ফাঁক গলে রবির কিরণ খেলছে নদীর জলে।
শরতের কাঁশফুল পেখম মেলেছে শুভ্র সাদায়,
হাওয়ায় হাওয়ায় দুলছে তারা সকাল ও সন্ধ্যায়,
পাখির কুজনে,ঘুম থেকে জাগে কৃষান কৃষাণী সবাই,
হাঁস গুলো সব ডুব সাঁতারে মেতেছে ভোর বেলায়।
নৌকা গুলো ভেসে বেড়ায় ঢেউয়ের তালে তালে,
জেলেরা জাল ফেলে মাছ ধরছে আপন মনে,
ঝুম ঝুম বৃষ্টি ঝরছে শরতের আকাশ থেকে,
নদীর চেহারা তেজস্বীতা পেয়েছে মেঘের কবলে পড়ে।
নদী ও বৃষ্টির প্রেমের গভীরতা তুলনা বিহীন
আমার শ্যামল গাঁয়ের পুরানো স্মৃতি ভুলা কঠিন,
যে গায়েতে শৈশব কেটেছে আমার পুতুল খেলে,
সেই গায়েতে ঘুরে বেড়াতাম প্রজাপতির মত ডানা মেলে।
মনটা ভরে আছে ঐ ছায়া ঘেরা সবুজ গায়ে,
হারিয়ে যেতে মন চায় নদীর কল কল শব্দের তীরে,
অথৈ জলরাশি পাগলা হয়ে আছে আকাশের টানে,
বৃষ্টির টানে নদীর যৌবন আসে ফিরে ফিরে।
যে নদীর কুল নাই, কিনার নাই, আছে ছটফটানি,
সে হাওয়ায় হাওয়ায় তুফান তুলছে দিন রাত সব সময়ই,
এই গায়েতে ছিল আমার শৈশবের প্রিয় স্কুল,
বন্ধু বান্ধব সবাই মিলে মেতেছি সকাল দুপুর।
পড়ন্ত বিকেলে সবুজের মাঠে কত রজনী হয়েছি একসাথে,
বউচি গোল্লাছুট কত খেলায় উঠেছি মেতে,
বুকের মধ্যে সেই স্মৃতি বারবার দোলা দেয়,
স্বপ্নের শৈশব আবার ফিরে পেতাম যদি অবেলায়।