🍀🍀🍀নদী 🍀🍀🍀
🌹🌹🌹বেগম সেলিনা খাতুন🌹🌹🌹
নির্জন টলমল জলভরা একটি নদী,বয়ে চলে নিরবধি ।
নদীর উপর নীল আকাশের রূদ্র ছায়া
তাইতো আকাশের প্রতি নদীর এতো মায়া ।
নদী ছুটে যায় কখনো ধুসুর মেঘলোকে ,
কখনো নীল আকশের প্রাণের মনোলকে ।
আকশের হরেক রঙ , ক্ষণে ক্ষণে বদলায় ,
কখনো আকাশ ফিরে আসে নিজের রুপে ।
কখনো আকাশ ছায়া ফেলে , নদীর বুকে ,
আকাশ নিজেকে দেখে----- নদীর চোখে ,
আকাশের ও বুকে কখনো সাদা কালো মেঘে যায় ঢেকে।।
কখনো আবার দুঃখের ঝড় উঠে ,
কখনো আবার রোদেলা সূর্য হাসে ।
আকাশ যখন অঝোর ধারায় কাঁদে ,আকাশের বেদনার মেঘগুলো ,দুঃখের বৃষ্টি হয়ে ,ঝরে পড়ে নদীর বুকে ।
আকাশ অঝর বৃষ্টির ধারা ছড়িয়ে দিয়ে নদীর বুকে তুলে আলোড়ন ।
তাইতো নদী আকাশকে ভালোবেসে বুকে তোলে শিহরণ।
আকাশের ঐ কান্না ...নদীর বুকে বয়ে যায় বন্যা ।
আকাশ তো বুঝে না নদী ও যে আকাশকে ভালোবাসে ।
আকাশের ও বুকে কখনো রংধনু উঠে,
কখনো নীলিমায় যায় ঢেকে।
কখনো আবার চাঁদ,তারা ভাসে,দুরের ঐ রাতের আকাশে।
আকাশ ও নদী দুই দিগন্তে দুই জন ,কেঁদে মরে আমরণ ,
নদীর ও যে ইচ্ছে জাগে দূরের আকাশ টাকে ছুঁতে ।
নদীর উপর আকাশের অনুরাগের ছায়া ,
তাইতো আকাশের প্রতি নদীর এতো মায়া ।
মায়ার হাওয়ায় , মায়ার ডানায় ,নদীর বুকে যখন পড়ে
আকাশের নীল আলো,
নদীর ও তো লেগেছিলো অনেক ভালো।।