🍁🍁নিষ্ঠুর তুমি🍁🍁
🍀🍀বেগম সেলিনা খাতুন 🍀🍀
নিষ্ঠুর তুমি পাষাণী তুমি
হেঁয়ালি তোমার মন
একে একে ভেঙ্গে দিলে সকল আয়োজন।।
আমাকে ভুলে আজ সুখেই তো আছো
সুখের স্বপ্ন মোর কেড়ে নিয়েছো
ভুলতে গিয়েও পারিনি ভুলিতে
হৃদয়ে বাজছে শুধু তোমারই আলাপন।।
আমার দু'টি চোখ হারিয়েছে ভাষা
সোনালী স্বপ্নে আজ শূন্যতার বাসা
বিরাণ এবুকে শুধু তোমারই কাঁপন
সৃতির বেদনায় আজ ভাসছে দু'নয়ন।।
বকুলের মালা আজ হাতে নিয়ে
মনের সুখে গুন গুনিয়ে
গাইবো আমি কিসেরই গান
নিষ্ঠুর তুমি পাষাণী তুমি
হেঁয়ালি তোমার মন
একে একে ভেঙ্গে দিলে সকল আয়োজন।।