""" নিশি রাত """
বেগম সেলিনা খাতুন
নিশি রাত,এখনো কি আছো জেগে?
নাকি স্বপ্নে বিভোর,ভাবছো আমাকে?
দেখো?
কালো আকাশকে,পড়িয়েছে নক্ষত্রের মালা।
উঠেনি আজ চাঁদ,উঠছে সুখ তাঁরা।
ঘণ আঁধারে ঘুমিয়ে আছে সারা পৃথিবী
শুনশান নিরবতা,নেই জনবানবের কোলাহল
আমিও স্বপ্নে এঁকেছি তোমারই ছবি
তুমি বিহনে আমার পৃথিবী অন্ধকার।
দক্ষিণ দুয়ারে ফুটেছে অজানা কত ফুল
ভেসে আসছে সুরভী, রাত জাগা পাখির গান
জোনাকির দল,অন্ধকারকে করছে আলো দান
গভীর ঘুমে তোমার সুভাসে ভরেছে প্রাণ।
রাত জাগা শিয়ালের ডাকে ভেঙ্গেছে ঘুম
ঘুম থেকে উঠি, ভাবি মনে মনে, মনটা কেন ব্যাকুল
নিভৃতে বাতায়নে জোনাকির দল মন ভরে গান শুনায়
বলি ওদের সাথে দুটি কথা,আছি বিরহ বেদনায়।
কখন যে রাত শেষ হলো,উঠলো সোনার রবি
রক্তিম আলো ছড়িয়ে দিলো, কবিতা লেখে কবি
ক্ষণে ক্ষণে তোমায় নিয়ে ভাবি,
হবে কি মোর প্রিয়ার সাথে সন্ধি?
এলো তুমুল বৃষ্টি, নূয়ে পড়ে পাতা,বুকের মধ্যে
চিরিক দিয়ে উঠে,জানিনা কিসের এতো ব্যাথা
ভুলে যেতে চাই,পারিনা কেন ভুলতে,
তোমার নিরবতা আজ আমাকে করছে পথহারা।
ধরণীর বুকে ফাগুন আসে বারে বারে
প্রতি ফাগুনে কত ফুল ফোটে, কত পাখি গায়
শূন্য হৃদয় খানি চেয়ে থাকে দক্ষিণা জানালায়
এই বুঝি এলো মোর প্রিয়া,পুষ্পমালা হাতে নিয়া।