"" নীরালা নীড়""
বেগম সেলিনা খাতুন
------------------------------
পথ চেয়ে আছি আমি
অনেক দিনের পরে,
কতযুগ দেখিনা তোমায়
ভাবি বসে নীরালা নীড়ে।
বুকের ভিতর জমা কষ্ট
মোমের মতন জ্বলে,
তুমি বিহনে দিন যে যায়
বছরের মতন করে।
দখিনা বাতাসে বয় সুরের ধ্বনি
আকাশটাও জড়িয়েছে গায়ে নীল শাড়ী,
ফাগুনের হাওয়া ব্যাকুল বেগে বয়
জোসনা ভাসা রাতখানা অপরুপ দেখায়।
গোধূলি বেলায় নিজের নীড়ে
ফিরে যায় পাখি,
সাথীরে কাছে ডেকে
প্রেমালাপনে বসে মুখোমুখি।
রাতকে ভালো বেসে
পূর্ণিমা আলো দেয় ভরে।
ভালোবাসার মানুষটিরে,
মানব সাগরের কোলাহলে দিয়েছি হারিয়ে।
সাগর নদী পাড়ি দিয়ে
খুঁজি দিবা নিশি,
সাগরের নীল জলে
দেখি তাহারই ছবি।
ফাগুনের আকাশটা সেজেছে আজ
হাজার তারার রুপালি সাজে,
তোমায় আমি খুঁজবো আজ
শুভ্র চাঁদের হাঁটে।