""""" নাইবা হলো দেখা """""
বেগম সেলিনা খাতুন
=========!!!======
জানিনা তোর সাথে দেখা করার পর কি হয় ?
সারাদিন ভাবতে ভাবতে মনের আঙ্গিনা হয় ক্ষয়।
পারবি কি তুই আমায় নিঃস্বার্থ ভালোবাসতে?
নাকি স্বার্থের করবি অপচয়!
তার চেয়ে এই কী ভালো নয়!
দেখা না করেই সারাজীবন ভালবেসে যাই !
দূরত্ব যতই হোক, সকাল বিকাল কথা হয়!
টেলিফোনে,ম্যানেজারে, মনের অথই সাগরে!
আর একটু সময় যদি তুই দিতে পারিস,
তোর বদলে যাওয়া সইবো ,যতই ক্ষত করিস ।
উল্টা পানে চেয়ে থাকবি ? থাক
প্রতিবাদ করবো না আমি ৷
তার চেয়ে নাইবা হলো দেখা !
যেমন আছি, চোখের নয় মনের তো হয় কথা ।
বদলে যাওয়ার ভয় নাই,
ভালবাসার শেষ নাই।
সব প্রশ্নের উত্তর নাইবা নিলি !
সব ইচ্ছা না হয় পূরন নাইবা করলি!
আদরের জায়গা খানি,
ভালোবাসা পাবেনা কনোদিনই !
তোর আমার ভালোবাসার নাই কনো নিরাময়,
তবু তোর ভালোবাসার আসায়, আমার ভালোবাসার আঙ্গিনা হয় ক্ষয়।