🥀🥀🌹মুক্তি যুদ্ধ 🌹🥀🥀
🌿🌿🌹বেগম সেলিনা খাতুন 🌹🌿🌿

মনে পরে ৭১ এর বিভীষিকাময় দিন গুলি,
হৃদয় পটে ভেসে উঠে রিজিয়ার আর্তনাতের ধ্বনি।
সন্তান জন্ম দেওয়ার আগে স্বামীকে হারায়
বলে,
জুটেছিল অপয়য়া নাম,লেখা ছিল বুঝি কপালে।

মনে পরে ৭১ এর মুক্তি যুদ্ধে হারিয়েছিলাম কি?
চোখের সামনে ভেসে উঠে আকলিমার ছবি।
বাসর সাজিয়ে ছিল, ফুলসজ্জা হবে ভেবে,
মেহেদীর রঙে রাঙিয়ে ছিল হাত,
স্বামীর আদর সোহাগ পেয়ে নিজেকে বিলিয়ে দিবে।
পায়ের আলতায় পদচিহ্ন একেঁছিল ঘরের মেঝেতে,
হইলো না আশা পূরণ, স্বামীর জীবন গেল নকশালের হাতে।

মনে পরে যায়, বাপ ছেলের উপর নকশালের নিষ্ঠুরতার কথা,
নব বধূর কাছ থেকে টেনে, হেঁচরে নিয়ে,
বাবার সামনে পুত্রের দেহ থেকে শির করে আলাদা।

মনে পরে ,রাতের নিস্তব্ধতা,ধ্বংসের হাতছানি,
দু'চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ে ক্রন্ধনের পানি,
যমুনা নদীর পানি রক্তের রঙে রাঙিয়েছিল ঐ
হায়ানার নিষ্ঠুর নকশাল বাহিনী।

আমি মুক্তি যুদ্ধের কথা স্মরণ করি যখন,
জোড়া মানিকের নিথর দেহ দেখে সেদিন জেগেছিল শিহরণ।
সহদর দুই ভাই তেজে, বলে, ছিল সমান সমান।
হায়ানাররা এক সাথে মাথা থেকে দেহ খানা আলাদা করে রেখেছিল, বালুচরে দ্বীপের উপর।

১৯৭১,৩০ লক্ষ স্বজন হারানোর বেদনা,
নারকীয় দৃশ্যের স্মৃতি মনে হলে
হৃদয়ে নেমে আসে নিরবতা।
চোখের সামনে ভেসে উঠে নির্যাতন নিপীড়নের কথা।

১৬ই ডিসেম্বর মনে করিয়ে দেয় ৭১ এর জয়ধ্বনি।
জয় বাংলা শ্লোগানে জয়ের নিশান উড়িয়েছিল।
প্রতিরোধ গড়ে তুলেছিল মুক্তি বাহিনী।

বাংলার দামাল ছেলেরা হাজারো ত্যাগের বিনিময়ে এনেছিল স্বাধীনতা।
এনেছিল মানচিত্র, এনেছিল পতাকা।
আমার সোনার বাংলা।
জয় বাংলা জয় বাংলা।