অনেক দিন পার হয়ে গেল, তোমার দেখা কই মিললো?
দিন যায় মাস যায় বছরও থেমে থাকে না,
আকাশের মেঘ করতে ভুল হয়না, ঝরতে থাকে বৃষ্টি,
ভোরের আকাশও রাঙা হয়, তবু তোমার দেখা না হয়।
সেই বালক বেলায় দেখা হতো সকাল বিকাল,
না হয় অলস দুপুর, পুকুর ঘাটে ডুব সাঁতারে।
একদিন দেখা না হলে, মনের মধ্যে হতো যানজট,
তোমার আমার পথ হতো নদী পথ।
একবেলা দেখা না হলে মনের জীবনটা মরেই যেত,
তাকে সয়ংক্রিয় করতে খুঁজে বেড়াতাম তোমার দর্শন ,
মাঠ ঘাট পাহাড় পর্বত বাদ রাখতামনা জংশন।
যখন ঐ চোখে চোখ রাখতাম, পেতাম ভালবাসার নিদর্শন।
এখন নাই কেন ঐ ভালবাসা, হৃদয়ের অস্থিরতা,
দিন যায় মাস যায়, দেখা হয়না তবু নাই ব্যাকুলতা,
দৃষ্টি চেয়ে থাকেনা সুদূর পথ পানে
অপেক্ষায় কাটেনি আকুলি বিকুলি মনের সংগোপনে।
একদিন দেখা নাহলে মরেই যেত মনের জীবনটা।
ভালবাসার মধুর সময় গুলো ছিল নক্ষত্রের আলোকছটা।
আঁখির মাঝে আঁখি পড়তো যখন গোড়তো আনন্দ অশ্রু,
তুমি অপেক্ষার পর অপেক্ষা করতে, ক্লান্ত হতেনা।
একদিন দেখা নাহলে মনে হতো হয়েছে একশত বছর,
সময় পার করতে ঠোট শুকিয়ে যেতো, দৃষ্টি ঘোলা হত,
নিশ্বাস প্রশ্বাসে দমকা হাওয়া বইতো।
পৌঁষের শীতে দরদর করে ঘাম ঝরতে।
এখন নাই কেন সেই দুহাত ভরে মাধবী লতা,
নেই ফাল্গুনের কৃষ্ণচূড়া ,পলাশ, শিমুল,
নেই গায়ের আলপথে হাত ধরে শিশির ভেজা মাটিতে হাঁটা।