"আদরের।"
======
দেখা হয়না বছর ১৫ হবে!
কোথায় আছিস কেমন আছিস ,কে জানে !
আমার ভালোবাসার জমিন, তোর জন্য শূন্য,
তুই যে আমার ভালোবাসার অনন্য।
তুই এখন সংসার করছিস অন্য কারো সাথে !
আমি পারিনি ,তোকে ভুলে গিয়ে অন্য কারো হতে।
তোর আগের মতো রাগ আছে তো?
তোর রাগটা আমার ভীষণ ভালো লাগতো!
তেরে গিয়ে হাত পা ছুঁড়ে দিয়ে,গুনগুনিয়ে কাঁদতিস,নাক দিয়ে শুধু সর্দি পড়তো।
মনে আছে? আমার রুমালটা বাড়িয়ে দিতেই
আরো জোরে কাঁদতে শুরু করলি।
আচ্ছা একটা কথা বলতো?
তুই কি আমার গন্ধ পাস? নাহ! তা কেন পাবি!
তুই আমাকে দেখলেই রেগে যেতিস।
আমি তোর গন্ধ পাই।
তোকে সারাক্ষণ বুকের মধ্যে লালন করি যে!
সেই দিনের কথা মনে হলে ,এখনো আমি হাসি
রাখতে পারিনা ।
কানামাছি খেলতে গিয়ে, ভুল করে চোর ভেবে আমাকে ঝাপটা ধরেছিলি । আমি ইচ্ছে করে চুপ ছিলাম ।তোর স্পর্শে ,গন্ধে দিশেহারা হয়েছিলাম।
তোর গন্ধ আমার কাছে কেমন যেন ছিল?
শিউলি, হাসান হেনা কামিনী সব গন্ধ তুই নিজের করে নিয়েছিলি।
তোকে হিংসা হতো ,শুধু তোর গন্ধ কেন?
এতো বাহিরের ?
অন্য কারো গন্ধ তো আমার কাছে হয়নি এতো