""" মনের জানালা """
    ======!!!!!======
জানিনা  তুমি এ হৃদয়ে কখন এসেছিলে,
জানিনা কখন তুমি মন করে নিলে।
মন বলে যে তোমায় ভালোবাসতে,
এ মন চায়না তোমায় দূরে রাখতে।
আকাশ দাঁড়িয়ে আছে কত স্বপ্ন নিয়ে,
মেঘেরা ঘুরে বেড়ায় মগ্ন হয়ে,
কাল সারারাত শেষ হলো নির্ঘুমে।
পূব আকাশে কে যেন আবির ছড়ালো নিরবে।
পাখির কুঞ্জনে বনবীথী মুখরিত,
তোমার অনুরাগের ছোঁয়ায় হয়েছি আলোকিত।
ভুল করে না হয় এসেছিলে প্রজাপতি হয়ে,
ফুল ভেবে যদি কাছে বসতে আপন মনে।
দোষ কি হতো ! রাখতাম হৃদয়ের গহীনে,
জানিনা  তুমি এ হৃদয়ে কখন এসেছিলে,
জানিনা কখন তুমি মন কেড়ে নিলে।