""" মনের গুঞ্জন """
===========
বেগম সেলিনা খাতুন
25-11-19
ইচ্ছে করে তোমায়, একবার দেখিতে,
ঐ হাতে হাত রেখে তোমায় ভালোবাসতে।
সূর্য ডোবার আগে যদি জানতাম, তুমি আসবে !
গোধূলির রঙ ধরে রাখতাম ,তোমায় রাঙাতে ।
মৌমাছিরা গুন গুনিয়ে গুনজন ছড়াক, আমার কি?
আধার নামলেই থাকবেনা, গুনজনের রেশটি ।
পৃথিবীর বুকে নামে নামুক, স্বপনের আধাঁর
প্রদীপ জ্বেলে জোনাকীরা জাগবে সারা রাত।
মুছে যাওয়া দিন গুলো কেন বারবার পিছু ডাকে?
চোখের দৃষ্টিতে তুমি ছাড়া নাই কেহ, আমার পৃথিবীতে।
হৃদয়ের লিপিকাতে তোমায় নিয়ে লিখেছি
কত কবিতা কত কাব্য যে।
ভুলতে যেয়ে ভুলিতে পারিনা, ফিরে ফিরে আসো তুমি!
ভেবোনা তোমায় ভুলে গিয়ে অন্য কারো হবো আমি।