🌿🌹🌹মনের কোনে কালো মেঘ 🌹🌹🌿
🌿🌿বেগম সেলিনা খাতুন 🌿🌿
ভালোবাসা নামের শব্দটি জন্ম নেয়নি যখন আমার মনে,
পেয়েছিলাম তোমায় তখন,বেসেছিলাম জীবনের চেয়েও বেশী ভালো।
জনম জনম ধরে লভেছিলাম তোমারে,
কত যুগ পার করলাম, তোমার হাতটি ধরে,
কোথায় আছো কেমন আছো আমার হাতটি ছেড়ে।
চেয়েছিলাম এ জীবন খানি করবো পার একসাথে,
আমাদের প্রেম আজ অবসর নিলো বেদনা বিধুর হয়ে,
ক্ষমা করে দিও, ভুল যদি হয়ে থাকে।
করবো ক্ষমা আমিও, রাখবো স্মৃতি বুকের গহীনে।
বিরহ নয়ন দুটি তোমায় শুধু খোঁজে,
বুকের পাঁজর খানি ভেঙ্গে যায় তোমায় স্মরণ করে।
তোমায় খুঁজে ফিরি, সকাল, দুপুর, সন্ধ্যা বেলা তোমারই নীড়ে।
শত রজনী খুঁজবো তোমায়, অবুঝ মনের প্রেমের টানে।
হাসি কান্না মিলে জীবনের অনেকটি বছর করেছি গত,
কত বেদনা, কত সুখ, কত অভিমান ছিল তাতে জড়ানো।
পারিনি বাঁচাতে তোমায় করোনার ছোবল থেকে,
বিশ্ব নিখিল এখন অসহায় হয়ে পড়েছে করোনার কাছে।
ঘুম নাই দুটি চোখে, তোমার ছবি ভেসে বেড়ায় আঁখি পাতে,
আর কটাদিন থাকতে যদি আমারই সাথে,
তৃষিত মন লুকানো বেদনা, ক্ষণে ক্ষণে উঠে জেগে।
ব্যাকুল মন, আকাশ পানে চাহিয়া তোমায় খুঁজে,
তুমি ভালো থেকো, দূর আকাশের তাঁরা হয়ে,
আমি খুঁজে নিবো, দিও ভালোবাসার হাতটি বাড়িয়ে।
আমার হাত দুটি শক্ত করে ধরো, তোমার হাত দুটি দিয়ে।
দেখা হবে তোমার সাথে জান্নাতের ময়দানে।