*****মনের বদল *****
***বেগম সেলিনা খাতুন ***
সাগরের ঢেউ তুমি দেখেছো ,
মনের ঢেউ তুমি দেখনি ।
মনের ঢেউ দেখতে হলে,
মনের বদল মন দিতে হয়।
রাঙা পায়ে এলো চুলে,
বারেক যখন ফিরে চাও ।
ঐ মুখটি দেখে, সূর্য হাসে,
চাঁদের আলো লজ্জা পায় ।
কেন যে তুমি হাসনা,
হাসতে তোমার কেন মানা।
মুক্তঝরা হাসি দিয়ে ,
রাঙ্গিয়ে দাও মন বরষায়।
চোখের কান্না তুমি দেখছো,
হৃদয়ের কান্না তুমি শোননি।
হৃদয়ের কান্না শুনতে হলে,
হৃদয় দিয়ে ভালোবাসাতে হয় ।