🥀🥀🥀🏵 মন 🏵🥀🥀🥀
🌹🌹বেগম সেলিনা খাতুন 🌹🌹
ভালো লাগা থেকে ভালো বাসা জন্ম নেয়।
স্বার্থ ছাড়া ভালোবাসা বাস্তবে রূপ নেয়।
কিছু ভালোবাসা অপরিণত থেকে যায়।
প্রকাশ বিহীন ভালোবাসার শক্তি হিমালয়চুম্মী।
ভালোবাসার অপেক্ষা প্রহরের পর প্রহর।
ক্লান্ত বিহীন পরিশ্রম।
এক তরফা ভালোবাসা দিনরাত এক হয়।
ভালোবাসা দাড়ি পাল্লা দিয়ে
ওজন করা যায় না।
ভালো বাসা অদৃশ্য শক্তি।
মনের গহনে জন্ম নেয়,
একটু একটু করে অংকুরিত হয়,
কলি হয় ,প্রস্ফুটিত হয়, সুভাস ছড়ায়।
সেই সুভাসের ঝাঁজে কেউ ঝলসে যায়, কেউ উজ্জীবিত হয়ে ভালোবাসার প্রাসাদ নির্মাণ করে।
ভালোবাসা নিয়ন্ত্রণ হীন।
সাদা কালো ধনী গরীব কোন কিছু মানেনা। প্রেমের প্রখর স্রোতে ভাসিয়ে নিয়ে যায়।
অনিশ্চিত জীবন যেনেও।
ফিরে আসতে পারে না ।
🏵বেগম সেলিনা খাতুন 🏵