"" মোহ-মায়া""
বেগম সেলিনা খাতুন
আমি এক সাধারণ মেয়ে
ছলাকলা বুঝিনা।
মিষ্টি করে কথা বলো
উদ্দেশ্যটা জানিনা।
মিষ্টি কথায় ভুলিয়ে আমায়
প্রস্তাব দাও প্রেমের।
বুকের মধ্যে কেঁপে উঠে
আগুন জ্বলে তুষের।
সকাল দুপুর সন্ধ্যা বেলা
তোমার ধ্যানে থাকি
সাধারণ এক মেয়ে আমি
দাও যদি ফাঁকি?
মনটা আমার হলো ব্যাকুল
পড়িলাম মোহ-মায়ায়
ঐ চোখে চোখ রেখে, যদি
পরে যাই ছলনায়?