🌿🏵মে দিবস 🏵🌿
🌹🌹বেগম সেলিনা খাতুন 🌹🌹
আজ ১লা মে, অধিকার আদায়ের দিন,
বিশ্বের কোটি শ্রমজীবীর আশা পূরনের দিন,
মেহনতী মানুষের সংগ্রাম,সমাবেশ আন্দোলনের দিন ।
কাজের সময়সীমা হবে ৮ ঘন্টা, শ্লোগান ছিল মিছিলে,
১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে,
১লা মে পুলিশ চালায় গুলি আন্দোলনের মিছিলে।
সেই দিন পুলিশের গুলিতে হতাহত হয় কতজনে!
ক্ষুদ্ধ শ্রমিকদের রুখতে পারেনা পুলিশে,
সরকারের পুলিশ গুণ্ডা বাহিনী যায় পিছিয়ে।
সমস্ত চক্রান্ত -ষড়যন্ত্র মোকাবেলা করে শ্রমিকে,
১লা মে শ্রমিক সমাবেশ ধর্মঘট পালিত হয় সফলভাবে,
সেই মেহনতী ভাইবোনদের প্রতি সালাম মে দিবসে।